বড়াইগ্রাম উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি(৩৫) আর নেই।
বুধবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন(“ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন “)। তিনি দীর্ঘদিন যাবৎ পেটে সৃষ্ট টিউমার থেকে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন।
কলি বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, প্রবীর নেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, উপজেলা পরিষদের নির্বাচিত সাবেক চেয়ারম্যান মরহুম এরশাদ আলী ও বড়াইগ্রাম উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ এশারত এর কনিষ্ঠ কন্যা।
সুরাইয়া কলি বড়াইগ্রাম উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম সরদার এর সহধর্মিণী।
সূরাইয়া আক্তার কলি মৃত্যুর সময় তার মা মমতাজ বেগম, স্বামী শফিকুল ইসলাম সরদার ও এক পুত্র সন্তান রেখে গেছেন।
সুরাইয়া আক্তার কলি কর্মজীবনে বড়াইগ্রামের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সরকারি অনার্স কলেজের একজন প্রভাষক ছিলেন।
সুরাইয়া আক্তার কলির মৃত্যুতে উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমি তার আত্মার মাগফেরাত কামনা করছি, পরিবারকে আল্লাহ যেন হেফাজত করে। সবার কাছে তার জন্য দোয়া করবেন।”
উল্লেখ্য, কলি তার কর্মস্থল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ সরকারি করনের ফলে সরকারি নীতিমালা অনুযায়ী ভাইস চেয়ারম্যান এর পদ থেকে পদত্যাগ করেছেন।