বিএনপি’র নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের সহযোগী সংগঠন নাটোর জেলা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে রাজপথে থাকার অঙ্গীকার করেছেন। আজ ১০ ডিসেম্বর শনিবার সকাল থেকে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগ ছাড়াও স্থানীয় আওয়ামীলীগ ও যুবলীগের নেতা-কর্মীরাও অংশ গ্রহণ করেন। জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশ করে।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা বিউটি আহমেদ, পৌর যুবলীগের সম্পাদক যুগ্ম আহবায়ক হাসিবুল হাসান বুলেট। সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহীন, সাবেক ছাত্রলীগ নেতা কাজল রায় প্রমূখ।
বক্তারা রাজপথে থেকে যে কোন মূল্যে জামায়াত-বিএনপির নৈরাজ্য বিশৃঙ্খলা প্রতিহত করার অঙ্গীকার করেন।