নাটোরে কাঠ ব্যবসায়ীর স্ত্রী তার প্রেমিকসহ উধাও হওয়ার ঘটনায় আদালতে মামলা দায়ের করেছে হতভাগা স্বামী। চলে যাওয়ার সময় ট্রাঙ্কের তালা ভেঙ্গে এক লক্ষ ষাট হাজার টাকা চুরি করে নিয়ে গেছে বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে। মামলার আসামীরা হলেন, স্ত্রী রোকিয়া খাতুন (৩৬) ও তার প্রেমিক লালপুরের কেশবপুর গ্রামের মৃত শুকটা মন্ডলের ছেলে আক্কাস মন্ডল (৫০)।
মামলা সুত্রে জানা যায়, লালপুরের চৌষডাঙ্গা গ্রামের আক্কাস আলী খাঁর ছেলে তয়জাল খাঁ ২০১৯ সালের ৩ অক্টোবর কেশবপুর গ্রামের রোকিয়া খাতুনকে বিয়ে করে। কাঠের ব্যবসা থাকার কারণে স্ত্রীকে নিয়ে বড়াইগ্রামের বনপাড়া পৌর শহরের দিয়ারপাড়ায় বাস করছিলেন তয়জাল। ব্যবসার কাজে বাইরে থাকার সুযোগে আক্কাস মন্ডল বিভিন্ন প্রলোভনে স্ত্রী’র সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে ৩ নভেম্বর সকালে তয়জাল ব্যবসার কাজে বাইরে থাকার সুযোগে আক্কাস মন্ডল ও তার স্ত্রী রোকিয়া ব্যবসার জন্য ট্রাঙ্কে রক্ষিত ১ লক্ষ ৬০ হাজার টাকা চুরি করে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় প্রথমে বড়াইগ্রাম থানায় অভিযোগ ও পরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলা দায়ের করেন স্বামী তয়জাল খাঁ। আদালত মামলাটির তদন্তভার প্রদান করেছেন পিবিআইকে।
অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন, নাটোর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক, নাটোর মহোদয়ের নিকট “এপ্লিকেশন টু দ্য চিফ অ্যাডভাইজার” স্মারকলিপি প্রদান করা হয়। বেসরকারি কলেজ সমূহে নিয়োগপ্রাপ্ত অনার্স…