নাটোরের বড়াইগ্রামে অবৈধ পিস্তল রাখার দায়ে আলতাফ সরকার (৩৫) নামের এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে নাটোর আদালতের বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. শরীফ উদ্দীন এ আদেশ দেন।
কারাদণ্ড পাওয়া আলতাফ নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েন বাজারের আবুল হোসেনের ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা গেছে, গত বছরের ২৫ জুন সন্ধ্যায় বড়াইগ্রাম উপজেলার দোগাছি এলাকার কয়েন-দোগাছি সড়ক থেকে আলতাফ হোসেনকে আটক করেন র্যাবের নাটোর ক্যাম্পের সদস্যরা।
এ সময় তাঁর কোমরে লুঙ্গির ভেতর থেকে একটি লোহার পিস্তল উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাবের উপপরিদর্শক ইমরোজ ইসলাম বাদী হয়ে বড়াইগ্রাম থানায় মামলা করেন। তদন্তকারী কর্মকর্তা সত্যব্রত সরকার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।