বাংলাদেশ গ্রাম থিয়েটারের ৪০ বছর পূর্তি উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী যাত্রাপালার উদ্বোধন করা হয়েছে।
হাতের মুঠোয় হাজার বছর আমরা চলেছি সামনে’ প্রতিপাদ্যকে সামনে রেখে স্থানীয় বকুল স্মৃতি থিয়েটার এর আয়োজন করে।
দুই দিনব্যাপী যাত্রা উৎসবের শুক্রবার রাতে উদ্বোধনী রজনিতে উপজেলার গালিমপুরের গিরীশ ধাম জমিদার বাড়ির আঙ্গিনায় ‘শশী বাবুর সংসার’ মঞ্চস্থ হয়।
এসময় ব্যাপক দর্শকদের উপস্থিতি চোখে পড়ে।
এর আগে শুক্রবার (২৮ অক্টোবর)রাত সাড়ে ৯টায় যাত্রাপালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। ওই অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, গ্রাম থিয়েটারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন বাচ্চু, সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ শহিদুল ইসলাম বলেন, এক সময়ের জনপ্রিয় মঞ্চ নাটক ও যাত্রাপালাকে টিকিয়ে রাখতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আজ দ্বিতীয় ও শেষ রজনীতে সমাপনী যাত্রাপালা প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।