নাটোরের বড়াইগ্রামে ভুটভুটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিলন হোসেন (২৮) নামে নববিবাহিত এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার রোলভা বাজারে রাজ্জাক মোড়-জোনাইল সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন হোসেন উপজেলার কুমারখালী গ্রামের মুজিবুর রহমানের ছেলে। মাত্র চার মাস আগে মিলন বিয়ে করেছিলেন বলে জানা গেছে।
বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক জানান, বুধবার বিকেলে মিলন রাজ্জাক মোড়ে আড়তে পান বিক্রি করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে রোলভা বাজার এলাকায় একটি যাত্রীবাহী ভুটভুটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে তিনি রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।