বিএনপি নেতার ছেলের জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত বিএনপি নেতা-কর্মীদের সাথে স্থানীয় আওয়ামীলীগ কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটছে। এ সময় বিএনপি নেতাকর্মীদের ৬টি মোটরসাইকেল ও ২টি দোকান ভাঙচুর করা হয়। সংঘর্ষের ঘটনায় বিএনপির ৬ জন ও আওয়ামীলীগের ৪ আহত হয়েছে বলে দাবি করেছেন উভয় পক্ষ।
স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীরা এই হামলা করেছেন বলে অভিযোগ করেছেন অনুষ্ঠান আয়োজক ওই বিএনপির নেতা।
রোববার(২৩ অক্টোবর) রাত ৮টার দিকে নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের আমিরগঞ্জ ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শাহীন আলমের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিএনপি নেতা শাহীন আলম তাঁর শিশুপুত্রের জন্মদিন উপলক্ষে বাসায় সদর উপজেলা বিএনপির নেতা-কর্মীদের নৈশভোজের আমন্ত্রণ জানান। রাত ৮টার দিকে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুলের নেতৃত্বে অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে বিএনপি নেতা-কর্মীরা শাহীনের বাড়িতে যান। এ সময় এলাকায় বিএনপি নেতাদের উপস্থিতির খবর শুনে একদল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী শাহীনের বাড়িতে যান। তারা সেখানে স্থানীয় ও আশেপাশের বিএনপি নেতাকর্মীদের অস্বাভাবিক উপস্থিতি দেখে অনুষ্ঠান সংক্ষিপ্ত করে সকলকে এলাকা ত্যাগ করতে বলেন। এসময় কথা কাটাকাটির একপর্যায়ে বিএনপি নেতাকর্মীদের সাথে তাদের ধাক্কা-ধাক্কির ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর আওয়ামী লীগ নেতাকর্মীরা সংঘটিত হয়ে অনুষ্ঠান স্থলে উপস্থিত হয়ে বিএনপি নেতা কর্মীদের মারধোর শুরু করে। এতে অনুষ্ঠানে আগত বিএনপি নেতা-কর্মীরা দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন।
পরে ওই যুবকেরা বিএনপি কর্মীদের ৬টি মোটরসাইকেল ভাঙচুর করে। এ ঘটনার জেরে আমিরগঞ্জ বাজারে বিএনপির দুই কর্মীর দোকান ভাঙচুর করে তাঁরা।
ওয়ার্ড যুবদল সাধারণ সম্পাদক শাহীন আলম বলেন, ‘অতিথিরা যখন খাবার খাচ্ছিলেন তখনই হামলা চালায় কয়েকজন যুবক। এতে আমন্ত্রিত ৬ জন আহত হয়েছেন।
সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল বলেন, ‘স্থানীয় জহির শিকদার, মজিবর, খোকন, দীপুসহ বেশ কয়েকজন আমাদের কর্মীদের ওপর হামলা চালায়। তারা ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’
এ বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম বলেন, ওই ঘটনায় তাদের ৪জন আহত হয়েছেন।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, ‘হামলার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দায়ের করেনি।’