নাটোরের লালপুরে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় সালমান সাদিক রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাফি উপজেলার উত্তরলালপুর গ্রামের শামসুল আরেফিনের ছেলে এবং লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় ষষ্ঠ শ্রেণির ছাত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে প্রাইভেট পড়ে বাইসাইকেলে বাড়ি ফেরার পথে লালপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে রাফিকে মালবাহী ট্রাক চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে।