নাটোরের বড়াইগ্রামে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মাঝগাঁও এলাকায় দুই যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও ১০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।
মঙ্গলবার(১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ওই ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্খানীয়দের বরাত দিয়ে ওসি মো.ফিরোজ হোসাইন জানান, মঙ্গলবার সকালে বনপাড়া থেকে ঢাকাগামী আর.কে.আর পরিবহন ও বনপাড়াগামী আবির এক্সপ্রেসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের চালকসহ কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে সবাই সুস্থ্য রয়েছে।