নাটোর প্রতিনিধি: “আমরাই পারি বন্য প্রাণী বাঁচাতে” এই শ্লোগান কে সামনে রেখে নাটোরের নবাব সিরাজ উদ-দৌলা সরকারী কলেজে বন্য প্রাণী সংক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৫জানুয়ারি) দুপুরে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের উদ্যোগে আয়োজিত এ সেমিনারে কলেজের প্রাণী বিজ্ঞান বিভাগে বিভাগীয় প্রধান জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে ও বিভাগের সিনিয়র শিক্ষক মনসুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক এ.এস.এম জহির উদ্দিন আকন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাণীবিদ ড. এস.এম ইকবাল, নবাব সিরাজ উদ দৌলা সরকারী কলেজের প্রাণী বিজ্ঞান বিভাগের প্রভাষক মোছা. মাহমুদা খাতুন তহমিনা খাতুনসহ প্রাণী বিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে কিভাবে বন্য প্রাণী সংরক্ষণ করা যায়, বন্য প্রাণীর অভাবে প্রকৃতিতে কি প্রভাব ফেলবে, বাংলাদেশের প্রচলিত আইনে বন্য প্রাণী হত্যার শাস্তি ও কিভাবে জনগনের মাঝে সচেতনতা বাড়ানো যায় এ বিষয়ে আলোচনা করা হয়।
অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন, নাটোর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক, নাটোর মহোদয়ের নিকট “এপ্লিকেশন টু দ্য চিফ অ্যাডভাইজার” স্মারকলিপি প্রদান করা হয়। বেসরকারি কলেজ সমূহে নিয়োগপ্রাপ্ত অনার্স…