নাটোরে জাতীয় শোক দিবস ২০২২ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট, নাটোর। সোমবার সকাল ১০টায় নাটোরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ।
এ সময়ে সম্মিলিত সাংস্কৃতিক জোট, নাটোর এর সভাপতি এবং বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, নাটোর এর সভাপতি উম্মে খাইরুন নাহার বিজলী ও জোটের সাধারণ সম্পাদক এবং কণ্ঠশিল্পী পরিষদ নাটোর এর আহ্বায়ক সৈয়দ মাসুম রেজাসহ আরও উপস্থিত ছিলেন জোটের যুগ্ম সাধারণ সম্পাদক নুর মহাম্মদ, সাংগঠনিক সম্পাদক শাইখ নুফা, সহ-সাংগঠনিক সম্পাদক মারুফ আল হুসাইন, তথ্য ও গবেষণা সম্পাদক জামিল আলী প্রমুখ।
শ্রদ্ধাঞ্জলি অর্পন শেষে জোটের নেতৃবৃন্দ ১৫ আগস্ট এর শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন।