সংঘবদ্ধ চোর চক্রের ছয় সদস্যকে একটি ট্রাক্টরসহ গ্রেপ্তার করেছে নাটোর র্যাব ক্যাম্পের সদস্যরা। কৃষকের ট্রাক্টর, পাওয়ার টিলার ও শ্যালো মেশিন চুরি করে আকৃতি ও রং পরিবর্তন করে বিক্রি করতেন তাঁরা। আজ(১২ আগস্ট) শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব।
আটককৃতরা হলেন, জেলার সিংড়া উপজেলার মতিউর রহমান (২৩), জাহাঙ্গীর আলম (৩৫) ও সাকিব হোসেন (২০) এবং গুরুদাসপুর উপজেলার রাকিবুল ইসলাম (২৪), সোলেমান আলী (২৬) ও আরিফুল ইসলামকে (২৫) আটক করেন।
নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) ফরহাদ হোসেন জানান, সম্প্রতি জেলার বিভিন্ন স্থান থেকে কৃষকের ট্রাক্টর, পাওয়ার টিলার ও শ্যালো মেশিন চুরির ঘটনা ঘটছিল। সর্বশেষ বুধবার রাতে সিংড়ার গলগলিয়া বাজার থেকে কৃষক সোহাগ হোসেনের জমি চাষ করার একটি ট্রাক্টর চুরি হয়। এ ব্যাপারে সিংড়া থানায় লিখিত অভিযোগ করেন তিনি। অভিযোগের সূত্র ধরে তাঁরা ট্রাক্টরটি উদ্ধার ও চোর চক্রের সন্ধানের জন্য গোয়েন্দা নজরদারি বাড়ান। একপর্যায়ে বৃহস্পতিবার(১১আগস্ট) রাতে তাঁরা বড়াইগ্রাম উপজেলার বাগডোব গ্রাম থেকে ট্রাক্টরটি উদ্ধার করেন। এ সময় ট্রাক্টরটি চুরির সঙ্গে জড়িত সন্দেহে সিংড়া উপজেলার বাসিন্দা মতিউর রহমান (২৩), জাহাঙ্গীর আলম (৩৫) ও সাকিব হোসেন (২০) এবং গুরুদাসপুর উপজেলার বাসিন্দা রাকিবুল ইসলাম (২৪), সোলেমান আলী (২৬) ও আরিফুল ইসলামকে (২৫) আটক করেন।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা র্যাবকে জানিয়েছেন, আন্তজেলা একটি চোর চক্রের সদস্য হয়ে তাঁরা কৃষিকাজে ব্যবহৃত ট্রাক্টর, পাওয়ার টিলার ও শ্যালো মেশিন চুরি করে আসছেন। এরপর চুরি করা যন্ত্রের আকৃতি ও রং পরিবর্তন করে অন্যত্র বিক্রি করে দেন। এরই ধারাবাহিকতায় তাঁরা ট্রাক্টরটি চুরি করেছেন।
নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি উপ-অধিনায়ক (সহকারী পুলিশ সুপার) রফিকুল ইসলাম জানান, ট্রাক্টর চুরির ঘটনায় সিংড়া থানায় নিয়মিত মামলা করেছেন ট্রাক্টরটির মালিক। আটক ছয় ব্যক্তিকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতে পাঠানো হয়।