নাটোরের সিংড়ায় র্যাবের অভিযানে চোলাই মদ তৈরি, সংরক্ষণ ও বিক্রির অভিযোগে ৬ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে ।
বুধবার (২৭ জুলাই) রাতে সিংড়া উপজেলার কলেজপাড়া এলাকা থেকে ২ হাজার ৮৫০ লিটার চোলাই মদসহ তাদের গ্রেফতার করা হয়।
নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-২ এর একটি অপারেশন দল বুধবার রাতে উপজেলার পৌর শহরের কলেজপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ২ হাজার ৮৫০ লিটার চোলাই মদসহ ৬ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা স্থানীয়দের উপস্থিতিতে চোলাইমদ তৈরি, সংরক্ষণ ও বিক্রি করে আসছে বলে স্বীকার করেছে। পরে জব্দ করা চোলাইমদ ঘটনাস্থলে ধ্বংস করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সিংড়া থাসায় মামলা দায়ের করা হয়েছে।