নাটোরের লালপুরে দেড়শ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
মঙ্গলবার (১৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার সাদিপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের কাছ থেকে দেড়শ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল, মোটরসাইকেল ও সিম কার্ডসহ মোবাইল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বাঘা উপজেলার পাকুড়িয়া গ্রামের খোদা বক্সের ছেলে রাকিবুল হাসান (২৬) ও মনিগ্রাম গ্রামের আব্দুল বারিকের ছেলে রতন আলী(২৮)।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান বলেন, লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ এর ৩৬(১) সারণী ১৪(গ)/৪১ ধারায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।