নাটোরের সিংড়ায় বেপরোয়া ট্রাক্টরের চাপায় আব্দুর রহমান (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৬ জুলাই) বিকাল ৪টার দিকে উপজেলার চামারী ইউনিয়নের সোনাপুর রাস্তার জামাল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু উপজেলার সোনাপুর গ্রামের খবির উদ্দিনের ছেলে। সে সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানান, বিকালে শিশু আব্দুর রহমান রাস্তা পার হওয়ার সময় হঠ্যৎ পেছন দিক থেকে একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। এ ঘটনার পর ট্রাক্টর ও চালককে আটক করেছে স্থানীয়রা।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বলেন, তিনি ঘটনাস্থলেই রয়েছেন। ঘটনার পর ঘাতক ট্যাক্টর ও তার চালক কে আটক করেছে স্থানীয় জনতা।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দুর্ঘটনাস্থলে গিয়ে চালককে আটক করে থানায় আনা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।