নাটোরে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ, পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্ত্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার(৫ মে) বেলা ১১টার দিকে নাটোর অনিমা চৌধুরী মিলনায়তনে মেধাবী কৃতি শিক্ষার্থীদের বরণ করে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস্ এসোসিয়েশন অব নাটোর, বাংলাদেশ (পুসান)। অনুষ্ঠানে পুসান’র সভাপতি তানভীর আনোয়ার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্তিতত ছিলেন, নাটোর-১ আসনের সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বকুল, জেলা প্রশাসক শামীম আহমেদ, বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, পুলিশ সুপার লিটন কুমার সাহা, পুসান এর প্রধান উপদেষ্টা আব্দুস সোবহান ও সাধারণ সম্পাদক মুরসালিন মিঠু, শিক্ষাবিদসহ সুশীল সমাজ।
উল্লেখ্য, পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস্ সোসিয়েশন অব নাটোর, বাংলাদেশ (পুসান) দেশের ৮৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সাড়ে ১৬ হাজার নাটোর জেলার বাসিন্দাদের অংশগ্রহনে ‘শিক্ষা, সহযোগিতা ও বন্ধন’-এই মূলমন্ত্রে পরিচালিত করে আসছে।