রাস্তায় পাওয়া ২৫ লাখ টাকা ফেরত দিয়ে অনন্য দৃষ্টি স্থাপন করলেন শাহ নেওয়াজ নামে নাটোরের এক ট্রাক চালক শাহ নেওয়াজ।
ট্রাক চালক শাহ নেওয়াজ নাটোর শহরের উত্তর পটুয়াপাড়া এলাকার জাফর উল্লাহ’র ছেলে।
রোববার(১লা মে) দুপুরে নাটোর সদর থানায় পুলিশের উপস্থিতিতে ওই ২৫ লাখ টাকা হস্তান্তর করা হয়।
নাটোর সদর থানার ওসি নাসিম আহমেদ জানান, গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বারইগাঁও গ্রামের লেহাজ উদ্দিনের ছেলে লিটন মিয়া গত ২৯ এপ্রিল সকাল সাড়ে ৮টার দিকে মোটরসাইকেল যোগে গাজীপুর চৌরাস্তায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। পথে তার ২৫ লাখ টাকাসহ একটি ব্যাগ রাস্তায় পড়ে যায়। এসময় নাটোর শহরের উত্তর পটুয়াপাড়া এলাকার বাসিন্দা শাহ নেওয়াজ ট্রাক চালিয়ে ঢাকা থেকে নাটোরে আসছিলেন। সে সময় শাহ নেওয়াজ রাস্তায় একটি ব্যাগ পড়ে পান। পরে ব্যাগ খুলে দেখেন ২৫ লাখ টাকা। এসময় কোনো মালিককে খু্জে না পেয়ে নাটোরে এসে পুলিশকে বিস্তারিত জানান তিনি। এরপর পুলিশ ব্যাগে থাকা অন্যান্য কাগজপত্র থেকে ঠিকানা সংগ্রহ করে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করেন। পরে রোববার দুপুরে ওই ২৫ লাখ টাকা মালিকানা যাচাই-বাছাই করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেন।