নাটোরের লালপুরে স্থানীয় সাংসদ শহীদুল ইসলাম বকুল এমপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুল মাঠে এ ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়।
নাটোর- ১ আসনের সাংসদ শহিদুল ইসলাম বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৩ আসনের সাংসদ আব্দুল কুদ্দুস, প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান।
এছাড়া অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তজা আলী বাবলু, সাবেক সাংসদ আহাদ আলী সরকার, কেন্দ্রীয় যুবলীগের নির্বাহী সদস্য আরিফুল ইসলাম উজ্জল, নাটোর জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহীন, লালপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কাওসার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোকনুল ইসলাম প্রমূখ।