নাটোরের বড়াইগ্রামে গৃহবধু শিপা বেগমকে (২১) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। উপজেলার তালশো গ্রামে শুক্রবার এ ঘটনা ঘটে। শিপা ওই গ্রামের নয়নের স্ত্রী ও কুজাইল গ্রামের মৃত কামাল হোসেনের মেয়ে।
শিপার বড় বোন লিপি ও মাতা পেয়ারা বেগম জানান, ২ বছর আগে শিপার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাকে যৌতুকের টাকার জন্য মারধর করতো। এজন্য নয়নের বাড়ির আসবাবপত্র সহ কয়েকদিন আগে ১ লক্ষ ২০ হাজার টাকা নগদ প্রদান করি। তারপরও তাকে অমানসিক নির্যাতন করে আসছে। ইতোপূর্বে শিপা আমাদের জানিয়েছিল নয়ন অন্য একটি মেয়েকে ভালবাসে। তাকেই সে বিয়ে করতে চায়। শিপাকে সে পছন্দ করে না। আমাদের ধারণা রাতে তাকে অমানসিক নির্যাতন করে মেরে ঘরের ডাবের সাথে ঝুলিয়ে রেখেছে। আমরা এর সুষ্ঠ তদন্তসাপেক্ষে ন্যায় বিচারের জন্য জোর দাবী জানাচ্ছি। এ ব্যাপারে অভিযুক্ত নয়নের সাথে কথা বলতে চাইলে তার বাড়ির কাউকেই পাওয়া যায়নি। থানা পুলিশ লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন, নাটোর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক, নাটোর মহোদয়ের নিকট “এপ্লিকেশন টু দ্য চিফ অ্যাডভাইজার” স্মারকলিপি প্রদান করা হয়। বেসরকারি কলেজ সমূহে নিয়োগপ্রাপ্ত অনার্স…