শিক্ষা শান্তি প্রগতি ছাত্রলীগের মূল নীতি এই স্লোগান কে সামনে রেখে সিংড়া উপজেলার আসন্ন ৫ নং চামারী ইউনিয়ন ছাত্রলীগ এর ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারণ-সম্পাদক প্রার্থী যোগ্য বিনয়ী হাস্রোউজ্বল একটি নাম মেহেদী হাসান নিরব।
মেহেদী হাসান নিরব চামারী ইউনিয়নের ছাত্রলীগের কর্মীদের নিয়ে ফরম উত্তোলন ও জমা দেওয়ার জন্য মোটরসাইকেল শোডাউন নিয়ে সিংড়া বাসস্ট্যান্ড ছাত্রলীগের অফিস থেক ফরম উত্তোলন করেন এবং ফরম পুরন করে জমা প্রদান করেন বৃহস্পতিবার সকাল ১১ টায়।
এইসময় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি, খালিদ হাসান, সাধারণ সম্পাদক – নাজমুল হাসান বকুল,সিংড়া উপজেলা ছাএলীগ।ফয়সাল আহমেদ ফারুক, যুগ্ন সাধারন সম্পাদক, সিংড়া উপজেলা ছাএলীগ। মাসুম রাব্বী দপ্তর সম্পাদক, সিংড়া উপজেলা ছাএলীগ।
তিনি বলেন, শিক্ষা শান্তি প্রগতি ছাত্রলীগের মূলনীতি, বাংলাদেশ ছাত্রলীগ নেতা মোদের শেখ মুজিব, সন্ত্রাস নয় শিক্ষা শেখ হাসিনার দীক্ষা,শেখ হাসিনার জন্য বাংলাদেশ ধন্য, যোগ্য পিতার যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা, সব অন্যায়ের প্রতিকার ছাত্রলীগের অঙ্গিকার, দিন বদলের শপথ নিন, ছাত্রলীগে যোগ দিন, দিন বদলের বইছে হাওয়া শিক্ষা আমার প্রথম চাওয়া, চাইলে শিক্ষার উন্নয়ন শেখ হাসিনার প্রয়োজন, ছাত্রলীগ আসছে রাজপথ কাঁপছে, ছাত্রলীগ দিচ্ছে ডাঁক জঙ্গি সন্ত্রাসবাদ নিপাত যাক, এসো নবীন দলে দলে ছাত্রলীগের পতাকা তলে, এসো নবীন ভয় নাই ছাত্রলীগে সন্ত্রাস নাই, ছাত্রলীগের জন্ম প্রজন্ম থেকে প্রজন্ম, বই, খাতা, কলম নিন ছাত্রলীগে যোগ দিন ।
তিনি আরোও বলেন নীতি ও আদর্শ চর্চা করে নিজেকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে চাই।