নাটোর পৌরসভার প্যানেল মেয়রের বিরুদ্ধে কাউন্সিলরকে মারপিটের অভিযোগ

নাটোর পৌরসভায় মঙ্গলবার দুপুরে সরকার দলীয় এক কাউন্সিলরকে প্রকাশ্যে অন্য আরেক কাউন্সিলর মারপিট করেছেন বলে নাটোর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগ পত্রে তিন নারী কাউন্সিলরসহ ৬কাউন্সিলরকে স্বাক্ষী করা হয়েছে।

নাটোর থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, নাটোর পৌরসভার ৩নং ওয়ার্ডের সরকার দলীয় কাউন্সিলর নান্নু শেখকে পৌরসভার প্যানেল মেয়র ও ৬নং ওয়ার্ডের সরকার দলীয় কাউন্সিলর আরিফুর রহমান মাসুম তার সহযোগী স্বপন, আশিক, সালমান, সজিব ও জিল্লুসহ প্রকাশ্যে পৌরসভা চত্বরে মারপিট করে ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে।

এর আগেও কাউন্সিলর আরিফুর রহমান মাসুম পৌরসভার বিভিন্ন কাউন্সিলর ও পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ গোলাম মোস্তফাকেও একই ভাবে মারপিট করেন বলে অভিযোগে বলা হয়। বলা হয় পৌরসভার সিসি ক্যামেরার ফুটেজ দেখলেই এর প্রমান পাওয়া যাবে। এ বিষয়ে কথা বলার জন্য মঙ্গলবার কাউন্সিলর আরিফুর রহমান মাসুমের মোবাইল ফোনে কল দিলে তার ছোট ছেলে জানান, তার বাবা বাসায় নেই।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ৩ নং ওয়ার্ড কাউন্সিলর নান্নু শেখ এর উপর হামলার প্রতিবাদে নাটোর পৌরবাসীর ব্যানারে মানববন্ধন করেছে পৌর কাউন্সিলরগণ। বুধবার ২৫ আগস্ট (বুধবার) দুপুর ১২ টায় শহরের মাদ্রাসা মোড় এর স্বাধীনতা চত্বরের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কাউন্সিলর নান্নু শেখ এর উপর হামলা এবং মারপিটের অভিযোগে ৬নং ওয়ার্ড কাউন্সিলর এবং প্যানেল মেয়র আরিফুল রহমান মাসুম এবং তার সহযোগিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।

এইসময় নান্নু শেখ বলেন, এক মাসুম এর কাছে আমরা সকলেই জিম্মি, আর কতদিন এভাবে চলবে? তিনি আরো বলেন, এর পূর্বে ও তার দ্বারা পৌরসভার প্রকৌশলী গোলাম মোস্তফা. ২ নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ হোসেন এবং ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আজিজুর রহমান আরজু শেখ হামলার শিকার হয়েছিলেন। আমরা প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার দাবি করছি।

এসময় দুই নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ হোসেন বলেন, ওয়ার্ড কাউন্সিলর মাসুম এবং তার পেটোয়া বাহিনীর কাছে আমরা অসহায়। তিনি আরো বলেন, এহেন জঘন্য কাজ করার জন্য তার দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি যেন আমরা এর থেকে রেহাই পাই। এসময় আরো উপস্থিত ছিলেন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মহিমা খাতুন, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর (নারী) কোহিনুর বেগম পান্না সহ পৌর কর্মচারীবৃন্দ।

এ বিষয়ে বুধবার কাউন্সিলর আরিফুর রহমান মাসুমকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, নান্নুকে মারধরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। তার বিভিন্ন দুর্নীতির বিষয়ে তর্ক বিতর্ক হয়েছে এটা ঠিক, কিন্তু তাকে মারপিটের কোনো ঘটনাই ঘটেনি।

 

  • Online News

    Related Posts

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন, নাটোর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক, নাটোর মহোদয়ের নিকট “এপ্লিকেশন টু দ্য চিফ অ্যাডভাইজার” স্মারকলিপি প্রদান করা হয়। বেসরকারি কলেজ সমূহে নিয়োগপ্রাপ্ত অনার্স…

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    নাটোরে দলীয় নির্দেশনা অমান্য করে মোটরসাইকেল শোডাউন করা বিএনপি নেতা দাউদার মাহমুদকে সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে দলটি। তিনি নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সদস্যসচিব…

    You Missed

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    ঘটনার ৭ বছরপর সাবেক এমপি পাটোয়ারীর বিরুদ্ধে গুমের মামলা

    ঘটনার ৭ বছরপর সাবেক এমপি পাটোয়ারীর বিরুদ্ধে গুমের মামলা
    প্রাথমিক শিক্ষা ভাবনা-পর্ব: ১

    টানা ৪র্থ বার উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক রেজাউল করিম

    টানা ৪র্থ বার উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক রেজাউল করিম

    ডাকাতের প্রস্তুতি কালে পুলিশের অভিযানে ৬ ডাকাত আটক

    ডাকাতের প্রস্তুতি কালে পুলিশের অভিযানে ৬ ডাকাত আটক