“শেখ রাসেল দিবস” “ক” শ্রেণী ভুক্ত দিবস হিসেবে জাতীয়ভাবে পালনের বিষয়ে মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। দিবসটি প্রতিবছর ১৮ অক্টোবর জাতীয়ভাবে পালিত হবে। সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সর্বস্তরে এখন থেকে প্রতিবছর এই দিবসটি পালন করা হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল। ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেলের জন্ম। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার সময় রক্ষা পায়নি এই ছোট্ট শিশু। শেখ রাসেল তখন চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।
আজ সোমবার (২৩ আগস্ট) মন্ত্রীসভা বৈঠকে দিবসটি জাতীয়ভাবে পালনের গুরুত্ব ও যৌক্তিকতা উপস্থাপন করেন আই সি টি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এম পি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসটি জাতীয়ভাবে পালনের প্রস্তাবটি অনুমোদন করেছেন। এবছর থেকে ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস জাতীয়ভাবে পালিত হবে।
শেখ রাসেলের জন্মদিনকে ‘শেখ রাসেল দিবস’ অনুমোদন করে দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও সশ্রদ্ধ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন নাটোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, সাংগঠনিক সম্পাদক এড. মালেক শেখ, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, নাটোর পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইশতিয়াক আহমেদ ডলার, সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপন, বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতি ফোরাম নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক ও সঙ্গীতশিল্পী পরিষদ এর আহ্বায়ক সৈয়দ মাসুম রেজাসহ দৈনিক উত্তর কণ্ঠ পরিবার, দৈনিক প্রান্তজন পরিবার, দৈনিক উত্তরবঙ্গ বার্তা পরিবার, বিডিনিউজ২৪ঘণ্টা পরিবার ও স্বপ্নসাঁকো পরিবার।