বড়াইগ্রামে বজ্রপাতে যুবক নিহত । নাটোরের বড়াইগ্রামে বজ্রপাতে জাহিদ হাসান পাপ্পু (১৮) নামে এক যুবক নিহত হয়েছে।
বুধবার (১১ আগষ্ট) বিকেলে সাড়ে ৩টার সময় উপজেলার কায়েমকোলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদ হাসান পাপ্পু উপজেলার ওই গ্রামের মোঃ জালাল উদ্দিনের ছেলে।
সে আহম্মদপুর ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। জোয়াড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান চাঁদ মাহমুদ এ তথ্য নিশ্চিত করে জানান, আজ সকাল থেকেই বাড়ির পাশের বিলে বাবার সঙ্গে কৃষি কাজে সহায়তা করছিল জাহিদ। বিকেলে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়।
এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই জাহিদ মারা যায়। তবে বাবা আব্দুল জলিল অক্ষত রয়েছে।