নাটোরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। নাটোর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি অস্থায়ী বেদীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে এই দিবসটি পালন করা হয়।
এ সময় জেলা প্রশাসক শামীম আহমেদসহ আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার লিটন কুমার সাহা, জেলা জজ কোর্টে পিপি এডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, জেলা পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান খানসহ সরকারি সকল কর্মচারীবৃন্দ।