নাটোরের লালপুরে ভেজাল গুড় তৈরি ও সংরক্ষনের অপরাধে নাজমা বেগম(৩৫)নামের এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা প্রদানের নিদের্শ দিয়েছে ভ্রাম্যমান আদালাত। মঙ্গলবার রাতে লালপুর উপজেলা নির্বাহী অফিসার(দায়িত্বপ্রাপ্ত)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার সহ র্যাব-৫এর নাটোর সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী ও উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার ফরহাদ হোসেন এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামে একটি গুড় তৈরি কারখানায় অভিযান চালায়। এসময় ১হাজার২শ কেজি ভেজাল গুড়,৫শ কেজি চিনি সহ অস্বাস্থ্যকর গুড় তৈরির উৎপাদন ও ক্ষতিকারক ক্যামিকেল সহ অনান্য সামগ্রী জব্দ করে র্যাব সদস্যরা । এবং ভেজাল গুড় তৈরি ও সংরক্ষনের অপরাধে নাজম বেগম নামের এক ব্যবসায়ীর নিকট থেকে ২লাখ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যম্যান আদালত বলে জানা গেছে ।