হত্যাচেষ্টার অভিযোগে বড়াইগ্রাম সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার!

নাটোরের বড়াইগ্রামে লিয়াকত আলী (৬৬) নামের এক ব্যাক্তিকে মাইক্রোবাস চাপা দিয়ে হত্যা চেষ্টার মামলায় বড়াইগ্রাম সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি হাসানুর জামান শিপনকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোর রাতে উপজেলার লক্ষ্মীপুর নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার শিপন উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আব্দুল আজিজ প্রামানিকের ছেলে। রবিবার রাতে লিয়াকতের শ্যালক রেজাউল ইসলাম বাদী হয়ে বড়াইগ্রাম থানায় মামলা করেছে।

 

লিয়াকতের ছেলে জহুরুল ইসলাম জানান,আমার ফুফাত ভাই লক্ষ্মীপুর গ্রামের মৃত বাস্তু মন্ডলের ছেলে ইয়ার উদ্দিনের পৈতৃক ভুমির বাড়ির উপর দিয়ে রাস্তা দাবী করে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর আবেদন করে শিপন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকারী নিয়ম অনুযায়ী রাস্তার ব্যবস্থা করে দেন। কিন্তু শিপন সেই রাস্তা নিয়ে সন্তুষ্টি হয় না। আমার বাবা ইয়ার উদ্দিনকে সার্বিক সহযোগীতা করার কারনে গত ৪ই মে রাত ১১ টার দিকে চা খেয়ে বাড়িতে ফেরার পথে উপলশহর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন গভীর নলকূপের কাছে মাইক্রোবাস চাপা দিয়ে পালিয়ে যায়। পরবর্তি বিভিন্ন তথ্যের ভিত্তিতে নিশ্চিত হয়ে রবিবার রাতে মামলা দায়ের করলে ভোর রাতে তাকে গ্রেপ্তার করে।

 

তিনি আরো জানান, ডাক্তার বলেছে তার বাবার বুকের ৭টি হার ও হাটুর উপরে ভেঙ্গে  গেছে, মাথায় আঘাতে রক্তক্ষরণ হয়ে রক্ত জমাট বেধেছে। এছাড়াও ২৭ ব্যাগ রক্ত দিতে হয়েছে।

 

এ বিষয়ে শিপনের বাবা আঃ আজিজ বলেন, আমার ছেলে ষড়যন্ত্রের শিকার। হয়তো অন্য কোন গাড়ির ধাক্কায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে। তদন্তে নিশ্চয়ই সঠিক তথ্য বের হয়ে আসবে। কিন্তু মিথ্যা অভিযোগে আমার ছেলেকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

 

উপজেলা ছাত্রলীগের সম্পাদক মানিক রায়হান বলেন, সে সরকারী কলেজের কমিটির সভাপতি হওয়ায় গঠণতন্ত্র অনুযায়ী জেলা কমিটি এ ব্যপারে ব্যবস্থা গ্রহন করবে।

 

উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুল সরদার এ বিষয়ে বলেন, যদিও গঠণতন্ত্র অনুযায়ী এ ব্যাপারে সিদ্ধান্ত দেয়ার ক্ষমতা রাখে জেলা কমিটি। তারপরও উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

বড়াইগ্রাম থানা উপ-পরিদর্শক আব্দুর জব্বার বলেন, লিয়াকতের শ্যালক বাদী হয়ে বড়াইগ্রাম থানায় হত্যা চেষ্টার অভিযোগে মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে।

 

  • Online News

    Related Posts

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন, নাটোর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক, নাটোর মহোদয়ের নিকট “এপ্লিকেশন টু দ্য চিফ অ্যাডভাইজার” স্মারকলিপি প্রদান করা হয়। বেসরকারি কলেজ সমূহে নিয়োগপ্রাপ্ত অনার্স…

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    নাটোরে দলীয় নির্দেশনা অমান্য করে মোটরসাইকেল শোডাউন করা বিএনপি নেতা দাউদার মাহমুদকে সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে দলটি। তিনি নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সদস্যসচিব…

    You Missed

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    ঘটনার ৭ বছরপর সাবেক এমপি পাটোয়ারীর বিরুদ্ধে গুমের মামলা

    ঘটনার ৭ বছরপর সাবেক এমপি পাটোয়ারীর বিরুদ্ধে গুমের মামলা
    প্রাথমিক শিক্ষা ভাবনা-পর্ব: ১

    টানা ৪র্থ বার উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক রেজাউল করিম

    টানা ৪র্থ বার উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক রেজাউল করিম

    ডাকাতের প্রস্তুতি কালে পুলিশের অভিযানে ৬ ডাকাত আটক

    ডাকাতের প্রস্তুতি কালে পুলিশের অভিযানে ৬ ডাকাত আটক