কমিটি গঠনের ২০ বছর পর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নাটোর জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
শনিবার সংগঠনের দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী মেয়াদ উত্তীর্ণ হওয়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মানিকগঞ্জ শেরপুর পিরোজপুর চাঁপাইনবাবগঞ্জ নাটোর জেলা শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশে কমিটি পাঁচটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয় সভায় মানিকগঞ্জ শেরপুর পিরোজপুর চাঁপাইনবাবগঞ্জ নাটোর জেলা স্বেচ্ছাসেবকলীগের কার্যক্রম আরো বেগবান ও গতিশীল করতে অচিরেই নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে ২০ বছর অতিবাহিত হবার পর হঠাৎ করেই নাটোর জেলা কমিটি ভেঙে দেওয়া নিয়ে গুঞ্জন সৃষ্টি হয়েছে। জেলা পানি উন্নয়ন বোর্ড প্রকৌশলী আবু রায়হানকে হত্যা চেষ্টার ঘটনায় পৌর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক শফিউল আলম অন্তরকে গ্রেফতারের পর জেলা কমিটি নিয়ে ব্যাপক সমালোচনার জের ধরে এই কমিটি বিলুপ্ত হয়েছে বলেও অনেকে মনে করছেন।