আজ(মঙ্গল বার) সকাল সাড়ে নয়টায় ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের ফরিদপুর গ্রামের মৃত চেরাগ আলী মোল্লার ছেলে মোহাম্মদ সিদ্দিক আলী মোল্লার বাড়িতে ৮ পা বিশিষ্ট একটি অদ্ভুত ছাগলের বাচ্চা জন্মগ্রহণ করেছে।
জানা গেছে, ছিদ্দিক মোল্লার পালিত একটি ছাগল উল্লেখিত সময়ে পরপর তিনটি কালো রঙের বাচ্চা প্রসব করে। এর মধ্যে একটি আট পা বিশিষ্ট। এ সংবাদ লেখা পর্যন্ত আট পা বিশিষ্ট বাচ্চাটি সুস্থ আছে, তবে তিনটি বাচ্চার মধ্যে একটি বাচ্চা মৃত্যুবরণ করেছে। এদিকে ৮ পা বিশিষ্ট ছাগলের বাচ্চা জন্মগ্রহণ করার সংবাদটি এলাকায় প্রচার হওয়ার পর থেকে অসংখ্য মানুষ দেখার জন্য ওই বাড়িতে ভিড় জমায় বলে জানাগেছে।
ওদিকে ৮ পা বিশিষ্ট ছাগলের বাচ্চা জন্ম নেয়ার বিষয়টি মানুষের মধ্যে বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে।