বাগাতিপাড়া প্রতিবেদক: নাটোরের বাগাতিপাড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে- শিক্ষবৃত্তি, শিক্ষা উপকরণ এবং বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা শিল্পকলা একাডেমি হল রুমে এসব বিতরণ করেন নাটোর-১আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ২০২০-২০২১ অর্থ বছরে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মস‚চির আওতায় এসব বিতরণ করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নিশাত আনজুম অনন্যা, কৃষি অফিসার মোমরেজ আলী, ওসি সিরাজুল ইসলাম প্রমুখ।
ইউএনও অফিস সূত্রে জানা যায়,প্রাথমিক ইস্কুল পর্যায়ে ১০৫ জনকে ২০০ টাকা করে, মাধ্যমিক পর্যায়ে ৮৬ জনকে ৫০০ টাকা করেএবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৪৫ জন শিক্ষার্থীকে ৮০০ টাকা শিক্ষবৃত্তি বিতরণ করা হয়। এছাড়া প্রাথমিক পর্যায়ের ৬০ জন শিক্ষার্থীদের শিক্ষা উপকরন হিসেবে কলম,খাতা,স্কুল ব্যাগ,মাস্ক,সবান, জ্যামিতি বক্স এবং মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের মাঝে ১০ টি বাইসাইকেল বিতরণ করা হয়।
ছবি-০৪