দলীয় চেয়ারপারসনের বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় জেলা বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় সদর উপজেলার ছাতনী এলাকায় জেলা বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজ এর বাসভবনে এই দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক সদস্যসচিব রহিম নেওয়াজ সহ জেলা বিএনপি যুবদল ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় ভার্চুয়ালি দোয়া এবং ইফতার মাহফিলে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করেন এবং সরকারের কাছে তার সুচিকিৎসার দাবি জানান।