গতকাল ৯ মে’২১ রাতে ঈশ্বরদী থানা পুলিশ সাহাপুর ইউনিয়ন এর বাঁশেরবাদা এলাকায় অভিযান চালিয়ে ৩৫ কেজি গাঁজা সহ জহুরুল ইসলাম (৩৫) নামে একজনকে আটক করেছে। উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য প্রায় ১৪ লক্ষ টাকা। আটককৃত মাদক ব্যাবসায়ী জহুরুল ইসলাম উল্লিখিত এলাকার মৃত মুজিবুর রহমানের ছেলে।
থানা সূত্রে জানা যায়, পাবনা পুলিশ সুপার মহিবুল ইসলাম বিপিএম এর নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান, পুলিশ পরিদর্শক তদন্ত হাদিউল ইসলাম, এসআই নাসির সহ একদল ফোর্স ওই এলাকায় ব্যাপক অভিযান পরিচালনা করে এবং উল্লেখিত আসামিকে আটক সহ তার কাছ থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করে। থানায় নিয়ে এসে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তার স্বীকারোক্তি অনুযায়ী পরবর্তীকালে আজ আরো ১৯ কেজি গাঁজা বাঁশেরবাদা এলাকার তফিজ কারিগরের মেয়ে জরিনার বাড়ি থেকে উদ্ধার করা হয় । এছাড়া গাঁজা বিক্রি কৃত সপ্তানব্বই হাজার টাকা নগদ উদ্ধার করা হয়েছে। এব্যাপারে ধৃত আসামী ও অজ্ঞাত ৩ জনের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করা হয়েছে।