নাটোরের গুরুদাসপুর পৌরসভায় পবিত্র ঈদ উল-ফিতর উপলক্ষে করোনা দুগর্ত ও অসচ্ছল ৪শত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার ৫শত টাকার নগদ অর্থ ও মাস্ক বিতরণ করেছেন পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা। আজ সকালে পৌর চত্বরে ওই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, সহকারি কমিশনার(ভূমি) মো.আবু রাসেল ও পৌর কাউন্সিলরবৃন্দ। বিতরণের আগে পৌর চত্বরে মেয়র শাহনেওয়াজ আলী মোল্লার সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় করোনা সুরক্ষা ও হতদরিদ্রদের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মমতা ও ভালবাসার পশাপাশি তার মহতী বিভিন্ন উদ্যোগের কথা বলেন অতিথিবৃন্দ।