জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে । বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয় । এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ একে এম সাহাবুউদ্দিন, লালপুর সদর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ প্রমুখ ।