নাটোরের বড়াইগ্রামে মাদক, সস্ত্রাস, জঙ্গীবাদ নিয়ন্ত্রনে বনপাড়া পৌর আওয়ামী যুবলীগ এর নেতা কর্মীর সাথে মত বিনিময় করেছেন উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ মো: সিদ্দিকুর রহমান পাটোয়ারী। শুক্রবার সন্ধায় বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান এই কর্মসূচীর আয়োজন করেন। অনুষ্ঠানে পৌর আওয়ামী যুবলীগ এর সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল খালেক(সিফাত) এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: সিদ্দিকুর রহমান পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বনপাড়া বড়াইগ্রাম উপজেলা আওয়ামী যুবলীগ এর যুগ্ম আহবায়ক আবুল কালাম জোয়ার্দার,মাদক বিরোধী আন্দোলনের বড়াইগ্রাম উপজেলা সভাপতি,প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান প্রাং, বনপাড়া শহর আওয়ামী যুবলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,নগর ইউনিয়ন এর আওয়ামী যুবলীগ এর সভাপতি জুলফিকার আলি মিঠু,বনপাড়া শহর আওয়ামী যুবলীগ এর সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মান্নান।
এ সময় প্রধান অতিথি ডাক্তার সিদ্দিক রহমান পাটোয়ারী বক্তব্যে বলেন,আমি ধন্যবাদ জানাই জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে বনপাড়া শহর আওয়ামী যুবলীগের একটি মাদকমুক্ত কমিটি উপহার দেওয়ার জন্য।
আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী যুবলীগের প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।