নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের চিথলিয়া মৌজায় পুকুর পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে খনন কাজের উদ্বোধন করেন নাটোর-১ আসনের সাংসদ শহিদুল ইসলাম বকুল। পুকুর পুনঃখনন ও ভ‚-পরিস্থ পানি উন্নয়নের মাধ্যমে ক্ষুদ্র সেচ ব্যবহার প্রকল্প এর আওতায় এই পুকুর পুনঃখনন কাজ শুরু হয়।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) নাটোর আয়োজিত খনন কাজের উদ্বোধনি অনুষ্ঠানে পাঁকা ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি নয়েজ মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, মুহাম্মদ আহসানুল করিম, সহকারী প্রকৌশলী, বিএমডিএ, নাটোর। ২.০১ একর পুকুর পুনঃখনন কাজটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১২ লক্ষ ৬৮ হজার ৩৩০ টকা।