নিজস্ব প্রতিবেদক:
নাটোরে প্রেমে ব্যর্থ হয়ে অভিমান করে অত্মহত্যা করল শান্ত নামের এক যুববক। ঘটনাটি ঘটেছে নাটোর সদর উপজেলার ছাতনী পূর্বপাড়া গ্রামে। মৃত শান্ত(২০) একই গ্রামের সহিদুল ইসলামের ছেলে।
পরিবার সুত্রে জানা যায়, জনৈক এক মেয়ের সাথে শান্তর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্প্রতি তাদের মধ্যে মনোমালিন্য দেখা দিলে আজ সকাল ১০ টার দিকে শান্ত নিজ শয়ন ঘরের ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্ম হত্যার চেষ্টা করে। এ সময় বাড়ির লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে আসে । সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাটোর থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন এ বিষয়ে একটি ইউডি মামলা করা হয়েছে।