বড়াইগ্রাম প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে মাসুদ রানা (১৮) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে বড়াইগ্রাম সরকারী অনার্স কলেজের ছাত্র এবং লক্ষীপুর গ্রামের আহসান শেখের পুত্র।
স্থানীয় সুত্রে জানা যায়, মাসুদ রানা মোটর পাম্প চালু করে বাড়ির পাশের জমিতে পানি সেচ দেওয়ার সময় ত্রুটিপূর্ণ লিকেজ বৈদ্যুতিক তারে পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। ছেলেকে বাঁচাতে গিয়ে বাবাও বিদ্যুৎ পৃষ্ঠ হন, তবে বর্তমানে তিনি সুস্থ্য আছেন। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম মাসুদ রানার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।