আজ শনিবার (২৮ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে দিনাজপুরে। আবহাওয়া বিভাগ পূর্বাভাসে জানিয়েছে, চুয়াডাঙ্গা, রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের যে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকবে। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা আগামী কয়েকদিন আরও কমবে। তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়া বিভাগের আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আরও জানানো হয়, সারাদেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এদিকে শীতের দেশের উত্তরাঞ্চলে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। টানা কয়েকদিন ধরে সর্বনিম্ন তাপমাত্রার কারণে পঞ্চগড়, দিনাজপুর, নীলফামারী, রংপুরসহ অন্যান্য জেলায় খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কয়েক দিন ধরে সূর্যের দেখা না মেলায় এবং অল্প সময়ের জন্য রোদ উঠলেও তেজ না থাকায় শীত যেন আরও জেঁকে বসেছে। দিনের বেলা একটু হালকা হলেও বাকি সময় মাঠ-ঘাট ঢেকে থাকছে ঘন কুয়াশায়। রাস্তাঘাটে মানুষের চলাচল ও যানবাহনের সংখ্যা কমে গেছে। শীতজনিত রোগ ও আগুন পোহাতে গিয়ে দগ্ধ রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতালগুলোতে।