লালপুরে প্রধানমন্ত্রীর উপহার ‘আশ্রয়ন’ প্রকল্পে অব্যবস্থাপনা: নেই পানি ও বিদ্যুতের ব্যবস্থা!

লালপুর প্রতিবেদক:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঘোষিত মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে আধা পাকা ঘর নাটোরের লালপুরে ৩৫ জন ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমি হস্তান্তর করা হয়েছে। এ পর্যন্ত সেসব ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি । এছাড়া পানির টিবয়েলের ব্যবস্থা নেইে । তাই হস্তান্তরের তিন মাস পার হলেও ঘরে উঠেনি বেশিরভাগ গৃহহীন পরিবাার ।

উপজেলার মঞ্জিলপুকুর অঞ্চলের  প্রকল্প এলাকায় সরেজমিনে গিয়ে ধেখা যায়, সেখানে ১৩ টি ঘর হস্থান্তর করা হয়েছে। কিন্তু দুটি ছাড়া বাকি ঘরের দরজায় ঝুলছে তালা। এলাকার মানুষের সাথে কথা বলে জানা যায়,যাদের ঘর বরাদ্দ দেয়া হয়েছে তাদের বেশিরভাগেরই নিজস্ব ঘর বাড়ি রয়েছে,নতুন ঘরে বিদ্যুৎ সংযোগ ও পানির ব্যবস্থা না করেই খুব তড়িঘড়ি করে ঘর গুলো হস্তান্তর করা হয়, তাই কেউ ঘরে উঠেনি। ওই প্রকল্পে ঘর পাওয়া এবং সেখানে বসবাস করা মমতাজ বেগম (৪৮) জানান, আমার সাথে বাকিরাও ঘরে পেয়েছেন কিন্তু পানি ও বিদ্যুৎ না থাকায় তারা কেউ এখানে আসছে না, তাঁরা  আগের বাড়িতেই থাকছে । তিনি আরো বলেন পানি ও বিদ্যুৎ ছাড়া খুব কষ্টে দিন যাচ্ছে ।  থাকার   কোন যায়গা না থাকায়  অনেক কষ্টে  এখানে থাকছি।  উপজেলার গোধড়া, বাহাদুরপুর সহ বাকি প্রকল্প গুলোতেও  একই   চিত্র ।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল গনি জানান, মানুষের বেঁচে থাকার জন্য সর্ব প্রথম প্রযোজন পানি, আর এখানে সেই পানির কোন ব্যবস্থা নেই, এছাড়া এখানে এখন পর্যন্ত বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। তাই কেই এখানে থাকছে না। এসমস্যা সমাধানে আমি অনেক চেষ্টা করছি কিন্তু কোন কাজ হচ্ছেনা।

লালপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহাফুজুর রহমান জানান, ঘর নির্মান করা ছিল আমাদের দায়িত্ব, আমরা আমাদের কাজটি সম্পন্ন করে হস্তান্তর করেছি। নলকুপ দিবে জনস্বাস্থ্য প্রকৌশল এবং বিদ্যুৎ এর ব্যবস্থা করবে পল্লী বিদ্যুৎ।

এবিষয়ে লালপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রবিন আহম্মেদ জানান,প্রকল্প এলাকায় নলকুপ স্থাপনের জন্য মন্ত্রনালয়ের মৌখিক নির্দেশনা রয়েছে, অতি সত্তর প্রকল্প এলাকায় নলকুপ স্থাপনের জন্য দরপত্র আহবান করা হবে।

এবিষয়ে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি -২এর ডিজিএম রেজাউল করিম জানান, সংযোগ দেয়ার জন্য আমরা প্রস্তুত আছি, কয়েকটি স্থানে ইতিমধ্যেই সংযোগ দেয়া হয়েছে । এছাড়া প্রকল্প এলাকায় সংযোগ দেওয়ার জন্য লাইনও নির্মান করা হয়েছে, কিন্তু প্রকল্পের সুবিধাভোগিদের ঘর ওয়ারিং না করায় এবং মিটার এর জন্য অর্থ জমা না দেওয়ায় ।  বিদ্যুৎ এর সংযোগ  দিতে পারছিনা। এ বিষয়ে তাদের বার বার তাগিদ দিলেও তারা আগ্রহী হচ্ছে না বলে তিনি জানান ।

 

Online News

Related Posts

অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন, নাটোর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক, নাটোর মহোদয়ের নিকট “এপ্লিকেশন টু দ্য চিফ অ্যাডভাইজার” স্মারকলিপি প্রদান করা হয়। বেসরকারি কলেজ সমূহে নিয়োগপ্রাপ্ত অনার্স…

কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

নাটোরে দলীয় নির্দেশনা অমান্য করে মোটরসাইকেল শোডাউন করা বিএনপি নেতা দাউদার মাহমুদকে সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে দলটি। তিনি নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সদস্যসচিব…

You Missed

অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

ঘটনার ৭ বছরপর সাবেক এমপি পাটোয়ারীর বিরুদ্ধে গুমের মামলা

ঘটনার ৭ বছরপর সাবেক এমপি পাটোয়ারীর বিরুদ্ধে গুমের মামলা
প্রাথমিক শিক্ষা ভাবনা-পর্ব: ১

টানা ৪র্থ বার উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক রেজাউল করিম

টানা ৪র্থ বার উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক রেজাউল করিম

ডাকাতের প্রস্তুতি কালে পুলিশের অভিযানে ৬ ডাকাত আটক

ডাকাতের প্রস্তুতি কালে পুলিশের অভিযানে ৬ ডাকাত আটক