বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে মতিউর রহমান (৩২) নামের এক যুবককে কুপিয়ে কান কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার বিকেলে উপজেলার বড়াইগ্রাম মধ্যেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আতহ অবস্থায় মতিউরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মতিউরের স্ত্রী পেয়ারা বেগম বাদী হয়ে শুক্রবার থানায় মামলা দায়ের করেছে।
ইজাহার সুত্রে জানাযায়, মতিউরের বাড়ির পাশে একটি মসজিদ আছে। মসজিদে যাতায়াতের জন্য একটি রাস্তা আছে। সেই রাস্তাটির পাশে মৃত হাতেম খাঁ এর ওয়ারিশদের জমি ভোগ দখল করে একই গ্রামে মৃত আসমত আলী পুত্র সুজন (৩৫)। সুজন পুকুর সংস্কারের নামে রাস্তা কেটে জোড় পুর্বক মতিউরের পুুকুর ভোগ দখল করেছে। মতিউর চাকুরি সুত্রে বাহিরে থাকায় সে বিষয়ে কোন পদক্ষেপ নেয় নাই। সম্প্রতিক সময়ে বাড়িতে এসে পৌরসভায় রাস্তা পরিমাপের জন্য আবেদন করে। আবেদনের পরেই খীপ্ত হয়ে উঠে সুজন। বুধবার সকালে ঝড়ে পরে যাওয়া একটি বাঁশ কাটতে গেলে সুজন মতিউরকে হাসুয়া দিয়ে কোপ দিয়ে কান কেটে দেয়। তাকে উদ্ধার করতে এগিয়ে আসলে মতিউরের ৬ মাসে আন্তঃসত্ত¡া স্ত্রী ও বিধবা ভাবিকে এলোপাতারি পিটিয়ে আহত করে সুজনসহ আরো কয়েকজন।
সুজন বলেন, আমার নিজের জমির মাটি কেটে নিতে গেলে সে অভিযোগ দেয়। অথচ সরকারি রাস্তা বাশেঁর ঝাড়ে বাশঁ কাটতে যায়। আমার মা নিশেধ করলে মাকে লাঞ্চিত করে। আমি এগিয়ে গেলে আমাকে মারতে আসে। আমি দৌড়ে দিলে পিছন থেকে আমাকে তারাতে গিয়ে পরে গিয়ে কান কেটে যায়।
বড়াইগ্রাম থানার পরিদর্শক আনোয়ারুল ইসলাম বলেন, এ বিষয়ে মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।