বড়াইগ্রাম প্রতিবেদক: নাটোরের বড়াইগ্রামের মৌখাড়া বাজারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে বেশ কয়েকটি দোকান। পুলিশ ও সাধারণ মানুষের সহায়তায় ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মৌখাড়া বাজারে সুজন এন্টারপ্রাইজ ও আল মামুন এন্টারপ্রাইজে বিকাল সাড়ে ৪ টার দিকে বিকট শব্দের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রæত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও সাধারন মানুষের সহায়তায় আগুন নেভানো শুরু করে। দেড় ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে।
শাহমখদুম ওয়ার্কসপের পরিচালক জানান, সুজন ও আল মামুন এন্টারপ্রাইজে সাত থেকে আটশত পিচ গ্যাস সিলিন্ডার ছিলো। ডিজেল ও পেট্রল কয়েক হাজার লিটার। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ আগুনের কারণ বলে প্রাথমিকভাবে ধারনা করছে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে ক্ষতির পরিমান ধারনা করা হচ্ছে প্রায় কোটি টাকা।
অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন, নাটোর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক, নাটোর মহোদয়ের নিকট “এপ্লিকেশন টু দ্য চিফ অ্যাডভাইজার” স্মারকলিপি প্রদান করা হয়। বেসরকারি কলেজ সমূহে নিয়োগপ্রাপ্ত অনার্স…