বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে রমজান উপলক্ষে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। বুধবার দুপুরে বনপাড়া পৌরসভার রশিদ ডিলারের মোড়ে পণ্য বিক্রির উদ্বোধন করেন ইউএনও জাহাঙ্গীর আলম। এসময় উপস্থিত ছিলেন বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস, বড়াইগ্রাম প্রেস ক্লাব সভাপতি আশরাফুল ইসলাম প্রমূখ।
জনপ্রতি ৫৫ টাকা কেজি দরে ২ কেজি চিনি, ২ কেজি ছোলাবুট, ২ কেজি মশুর ডাল, ১০০ টাকা দরে ২ লিটার সয়াবিন ও ২০ টাকা কেজি দরে ২ কেজি পিয়াজ দেয়া হচ্ছে। প্রতিবারের বরাদ্দ ১ হাজার লিটার তেল, ৪০০ কেজি মসুর ডাল, ৬০০ কেজি ছোলা, ৬০০ কেজি পিয়াজ এবং ৬০০ কেজি চিনি। মজুদ থাকা পর্যন্ত বিতরণ কার্যক্রম চলবে।
ইউএনও জাহাঙ্গীর আলম বলেন, উপজেলার দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে পর্যায় ক্রমে টিসিবি পন্য বিক্রি করা হবে। যাতে সকল উপকারভোগী স্বল্পমূল্যে পণ্য কিনতে পারে তা নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, টিসিবি পণ্য কালোবাজারে বিক্রি রোধে সার্বক্ষণিক মনিটরিং করা হয়। সকলের উদ্দেশ্যে বলেন, মহামারি করোনী বোধে সকলে মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য গ্রহণ করবেন।