প্রতিনিধি, বড়াইগ্রাম (নাটোর)
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে “বাংলাদেশের এক অনন্য অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ” এই প্রতিপাদ্য নিয়ে দুই দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে একগুচ্ছ বেলুন, পায়রা ও রিমোট নিয়ন্ত্রিত বিমান উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। পরে তাঁর নেতৃত্বে উপজেলা চত্ত¡র থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে বনপাড়া বাজার প্রদক্ষিণ করে। র্যালি শেষে ইউএনও মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্তে¡ অনুষ্ঠিত আলোচনা সভায় সরকারের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের দিক তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান ডা: সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন, বড়াইগ্রাম পৌর মেয়র মাজেদুল বারী নয়ন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস প্রেস, সম্পাদক এ্যাডভোকেট মিজানুর রহমান প্রমুখ। উপজেলা চত্ত¡রে বিভিন্ন দপ্তর থেকে দেশের সার্বিক উন্নয়নের চিত্র প্রদর্শন করে ২৪টি স্টল স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানের শেষাংশে স্থানীয় শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন, নাটোর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক, নাটোর মহোদয়ের নিকট “এপ্লিকেশন টু দ্য চিফ অ্যাডভাইজার” স্মারকলিপি প্রদান করা হয়। বেসরকারি কলেজ সমূহে নিয়োগপ্রাপ্ত অনার্স…