প্রতিনিধি, বড়াইগ্রাম (নাটোর)
নাটোরের বড়াইগ্রামে এন.জি.ও প্রশিকা’র বনপাড়া শাখার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বনপাড়া বাইপাস এলাকায় প্রশিকা কর্মকর্তা মো. ইনসের আলী পাশার সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন প্রশিকা’র প্রধান নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন সিনিয়র পরিচালক কামরুল ইসলাম, নাটোর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আলমগীর হোসেন, বড়াইগ্রাম উপজেলা ভাইস চেয়ারম্যান মো. অতাউর রহমান ও সুরাইয়া আক্তার কলি। এছাড়া সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এন.জি.ও শাপলা’র নির্বাহী পরিচালক আশরাফ উজ- জামান, রোশা’র পরিচালক আকবর আলী মৃধা, টি.এম.এস.এস’র বনপাড়া শাখা ব্যবস্থাপক সাব্বিার আলী প্রমুখ। সভার প্রারম্ভে ফলক উন্মোচন করে বড়াইগ্রামে প্রশিকা’র বনপাড়া শাখা উদ্বোধন করেন প্রশিকা’র প্রধান নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম।
অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন, নাটোর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক, নাটোর মহোদয়ের নিকট “এপ্লিকেশন টু দ্য চিফ অ্যাডভাইজার” স্মারকলিপি প্রদান করা হয়। বেসরকারি কলেজ সমূহে নিয়োগপ্রাপ্ত অনার্স…