বড়াইগ্রাম প্রতিবেদক: মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসনের সঠিক তদারকিতে ১ম পর্যায়ের নাটোরের বড়াইগ্রাম ইউনিয়নের ৫৩ টি ভূমিহীন গৃহহীনদের জন্য নির্মানকৃত গৃহ হস্তান্তর করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) বিকেলে উপলশহর গ্রামে আনুষ্ঠানিকভাবে প্রত্যেকটি ঘরের জন্য একটি করে চোকি সহ গৃহের চাবিগুলো পরিবারগুলোর মাঝে হস্তান্তর করা হয়। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর ৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, স্থানীয় ইউপি সদস্য নূর ইসলাম সিদ্দিকী প্রমূখ।
এ ছাড়াও ঘর পাওয়া পরিবারের লোকজনসহ স্থানীয় ব্যাক্তি বর্গরা উপস্থিত ছিলেন। রাতে এ উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।