বাগাতিপাড়া প্রতিবেদক: নাটোরের বাগাতিপাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় আবদুল্লাহ আল মাহমুদ শফী নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, বুধবার বিকেলে বাগাতিপাড়া থেকে মোটরসাইকেলে বনপাড়া যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে শফী গুরুতর আহত হন। প্রথমে তাকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে নাটোর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিসাধীন অবস্থায় মারা যান তিনি।
রাজশাহী মহানগর পুলিশের রাজপাড়া থানার এসআই শাহীন আক্তার টুম্পা জানান, রাতে আবদুল্লাহ আল মাহমুদ নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এদিকে শফীর বোন জামাই, সরকারি বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজের প্রভাষক জাকির হোসেন তার ফেইসবুক ওয়ালে এক আবেগঘন পোষ্ট দিয়ে লেখেন, একটি স্বপ্নের অপমৃত্যু । আমার একমাত্র আদরের, স্নেহের শ্যালক,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের মেধাবী ছাত্র আবদুল্লাহ মাহমুদ সাফী গত 25/2/21 তারিখ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে । ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন । আল্লাহ্ আমাদেরকে এই নিদারুন কষ্ট সহ্য করার শক্তি দাও ।আমীন । ( আমার মেয়ের জন্মদিনে তোলা ছবি )