লালপুর প্রতিবেদক: জলাবদ্ধতার হাত থেকে নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের ৬টি গ্রামের কয়েক হাজার হেক্টর জমির ফসল রক্ষার জন্য নান্দ খাল খননের উদ্ধোধন করা হয়েছে। শনিবার দুপুরে এই খনন কাজের উদ্ধোধন করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এসময় বিএডিসির নাটোরের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেনসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রায় ৪৫ লাখ ৮০ হাজার টাকা ব্যায়ে ৬ দশমিক ২০ কিলোমিটার খালটি খনন সম্পন্ন হলে খলিসাডাঙ্গা নদীতে পানি নিস্কাশনের মাধ্যমে চাঁদপুর থেকে নান্দ গ্রাম পর্যন্ত ৬টি গ্রামের কয়েকহাজার বোরো জমি জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবে।