স্টাফ রিপোর্টার: দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নির্ভরযোগ্য পারিসাংখ্যিক তথ্যের প্রয়োজনের উপর গুরুত্ব আরোপ করে নাটোরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দেশে প্রথমবারের মত উদযাপিত জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ।
আলোচনা সভায় বক্তারা বলেন, উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই উন্নয়নকে টেকসই করতে সঠিক পরিকল্পনা প্রণয়ন করা প্রয়োজন। পরিকল্পনা প্রণয়নের অর্থাৎ উন্নয়নের উপাদান হিসেবে নির্ভরযোগ্য পারিসাংখ্যিক তথ্যের কোন বিকল্প নেই। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্ভরযোগ্য পরিসংখ্যান নিশ্চিত করতে হবে।
দেশে বিগত দুই দশকে দারিদ্র্যতার হার উল্লেখযোগ্য হারে কমেছে। পাশাপাশি গড় আয়ু বেড়েছে, বেড়েছে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার। দেশের এই অর্জনে পরিকল্পনা প্রণয়নের প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সরবরাহ করে পরিসংখ্যান ব্যুরো গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করছে বলে বক্তারা উল্লেখ করেন।
নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আশরাফুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, নাটোর নবাব সিরাজ-উদ দৌলা সরকারী কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল মতিন, নাটোর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারাজী আহম্মদ রফিক বাবন প্রমুখ। নাটোর জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মোঃ শাহ আলম পাওয়ার পয়েন্টে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন।
এরআগে কালেক্টরেট ভবন চত্বরে বেলুন উড়িয়ে দেশে প্রথমবারের মত উদযাপিত জাতীয় পরিসংখ্যান দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ। দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল ‘নির্ভরযোগ্য পরিসংখ্যান, টেকসই উন্নয়নের উপাদান’।