গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রবিউল করিম শান্তর বিরুদ্ধে রোগীর সাথে অসদাচরণের অভিযোগ করেছেন ভুক্তভোগি তিন নারীসহ ৭ জন রোগী। পৌরসদরের বিলচলন সামসুজ্জোহা সরকারী কলেজের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম অভিযোগ করেন- তার স্ত্রী আঞ্জুয়া ক্যান্সার আক্রান্ত হওয়ার পর গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির জন্য এসেছিলেন। আঞ্জুয়ারার শ্বাসকষ্ট প্রকট হয়েছিল। অনেক অনুরোধ করার পরও অক্সিজেন না দিয়ে বের করে দেন। রাজশাহী মেডিকেলে নেওয়ার পথেই তার স্ত্রীর মৃত্যু হয়। দরিদ্র হওয়ায় সে সময় তিনি প্রতিবাদ করতে পারেননি।
যোগেন্দ্রনগর গ্রামের জোৎনা অভিযোগ করেন- কিছু দিন আগে পানি শূণ্যতা এবং মাজা ব্যাথাজনিত রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পানি শূণ্যতা কমলেও মাজা ব্যাথা ছিলই। তারপরও তার ব্যবস্থাপত্র ছুড়ে ফেলে তাকে গালমন্দ করে হাসপাতাল থেকে বের করে দেন।
সিধুলী গ্রামের রুপালী অভিযোগ করেন- ১৮ ডিসেম্বর তিনি দেড় মাস বয়সি শিশুর শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন। তিনি নিজেও অসুস্থ্য ছিলেন। তার সাথে অসদাচরণ করে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। নজরুল, রুপালী, জোৎনার মাতো আরো চারজন একই অভিযোগ করেন।
আবাসিক মেডিকেল অফিসার রবিউল করিম শান্ত বলেন-একটা মহলের ব্যাক্তি স্বার্থে ব্যঘাত ঘটায় রোগীদের দিয়ে তার ভাবমূর্তি নষ্ট করতেই পরিকল্পিতভাবে সংবাদ সম্মেলনের মাধ্যেমে ভিত্তিহীন অভিযোগ করিয়েছেন।