লালপুর প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সু-যোগ্য কণ্যা ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা বয়স্ক ,বিধাবা , প্রতিবন্ধী, মাতৃত্বকলীন ও শিশু ভাতার ব্যবস্থা করে দিয়েছেন । এছাড়া আমাদের নেত্রী শেখ হাসিনা আশ্রয়হীন ও ভূমিহীন মানুষের জন্য বাড়ী উপহার দিয়েছেন । তাঁর নেতৃত্বে রুপপুর পারমানবিক প্রকল্প , মেট্রো রেল ও পদ্মা সেতু এখন দৃশ্যমান । উন্নয়ন এর ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগের নেতা- কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে । নাটোরের লালপুরে ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি- বার্ষিকী সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে নাটোর-১ লালপুর- বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এসব কথা বলেন । তিনি আরো বলেন লালপুর- বাগাতিপাড়া উপজেলায় আওয়ামীলীগের নেতা-কর্মীদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি ও দলীয় কোন্দল সৃষ্টি করছে কিছু লোভী নেতা । এদের হাত থেকে দলকে রক্ষা করতে হবে । এজন্য আওয়ামীলীগের নেতা- কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে ।
সোমবার বিকেলে গৌরীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এর মাধ্যমে এই সম্মেলন অনুষ্ঠিত হয় । ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম জয় এর সভাপতিত্বে সন্মেলনে অন্যান্যর উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মাহামুদুল হক মুকুল, গোলাম কাউসার, সাংগঠনিক সম্পাদক খাইরুল বাশার ভাদু, নাটোর জেলা তাঁতীলীগের যুগ্ন সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান লাভলু প্রমুখ । সন্মেলনে আমিনুল ইসলাম জয় কে ওই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি করে ৬৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে । তবে সাধারণ সম্পাদক পদটি স্থগিত রাখা হয়েছে ।